পবিত্র মাহে রমজানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের খাবারের মান ও ভর্তুকি বৃদ্ধির জন্য হল প্রভোস্টের কাছে স্মারকলিপি দিয়েছে হলের সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১লা মার্চ) বেলা ৪টার দিকে তারা এ সংক্রান্ত স্মারকলিপি হল প্রভোস্টের কাছে প্রদান
করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইইসিই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মুজাহিদ হোসেন, ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কে এম তরিকুল ইসলাম , অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ইনজামামুল হক , ব্যবসা প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের রোমেল খান ও হৃদয়।