কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে নানান কর্মসূচি গ্রহণ করা হয়।
২ মার্চ ২০২৫ সকালে আয়োজিত র্যালিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় ভোটাররা অংশ নেন। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয় এবং নতুন ভোটারদের নিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়।
র্যালি শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাচন অফিসার উজ্জ্বল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা আমীরে জামায়াতে ইসলাম মাওলানা মো. আ. মান্নান ও নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম।
বক্তারা জাতীয় ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, গণতন্ত্রের ভিত্তি হচ্ছে সুষ্ঠু নির্বাচন এবং এ জন্য সচেতন ও দায়িত্বশীল ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ভোটারদের অন্তর্ভুক্তি, জাতীয় পরিচয়পত্র সংশোধন ও ডিজিটাল ভোটার তালিকা সংরক্ষণের গুরুত্ব নিয়েও আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ বলেন, “সঠিক ভোটার তালিকা তৈরির মাধ্যমে গণতন্ত্রকে আরও সুসংহত করা সম্ভব। এ কাজে আমাদের সবাইকে সচেতন হতে হবে।”
উপজেলা নির্বাচন অফিসার উজ্জ্বল মিয়া বলেন, “নতুন ভোটারদের নিবন্ধন নিশ্চিত করার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র সংশোধন সম্পর্কেও সবাইকে যথাযথ তথ্য প্রদান করতে হবে।”
বক্তারা আরও বলেন, ভোটার তালিকায় সঠিক তথ্য অন্তর্ভুক্তি, জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনার উন্নয়ন এবং সচেতন ভোটার তৈরির মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা সম্ভব।