লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১ মার্চ) দুপুরে এ কমিটি হওয়ার পর মধ্যরাত পর্যন্ত পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মিছিল করেছে যুবদলের দু’গ্রুপ। এসময় একগ্রুপ অন্যগ্রুপকে বলছে, আওয়ামী লীগের সুবিধাভোগী। এনিয়ে তৃণমূলের নেতাকর্মী-সমর্থকরা বিভক্ত হয়ে পড়েছেন।
এদিকে দুই কমিটির সদস্য সচিবসহ অনেকেই কমিটি বাতিলের দাবি জানিয়ে তাদের (দুই কমিটির আহবায়ক) বয়কটের ঘোষণা দিয়েছেন। এনিয়ে কেউ কেউ মারমুখি বক্তব্যও দিচ্ছেন।
অন্যদিকে আহবায়করা দাবি করছেন, স্থানীয়ভাবে বিএনপির সিন্ডিকেট রাজনীতি চলে। নিজেদের পছন্দের ব্যক্তিদের শীর্ষ পদে না পেয়ে ওই সিন্ডিকেট এখন উদ্দেশ্যমূলকভাবে তাদের বিরুদ্ধে মিছিল, সংবাদ সম্মেলন করছেন।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার দুপুরে আকবর হোসেন আরমানকে রায়পুর উপজেলা যুবদলের আহবায়ক, হাবিবুর রহমান সুজন পাটওয়ারীকে সদস্য সচিব ও আকবর হোসেন সম্রাটকে যুগ্ম আহবায়ক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে জেলা কমিটি। এ ছাড়া পৌর কমিটিতে নুর এ হেলাল মামুনকে আহবায়ক ও জাহিদ মোহাম্মদ জাকিরকে সদস্য সচিব ও নবী উল্যা রুবেলকে যুগ্ম আহবায়ক মনোনীত করে ৩৫ সদস্যের করা হয়। কমিটিকে স্বাগত জানিয়ে বিকেলে দুই কমিটির আহবায়কের নেতৃত্বে পৌর শহরের উপকণ্ঠে মিছিল করা হয়। এতে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুল হক উপস্থিত ছিলেন।
এরপর রাত ১০ টার দিকে উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান পাটওয়ারী, যুগ্ম আহবায়ক আকবর হোসেন সম্রাট ও পৌর কমিটির সদস্য সচিব জাহিদ মোহাম্মদ জাকিরের নেতৃত্বে কমিটি বাতিলের দাবি জানিয়ে শহরে মিছিল করা হয়। এ সময় তারা দুই আহবায়ককে বয়কটের ঘোষণাও দেয়। শেষে এক সংবাদ সম্মেলন করে আহবায়কদের আওয়ামী লীগের সুবিধাভোগী আখ্যায়িত করা হয়। সেখানে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের পৌর ও উপজেলা শাখার সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান সুজন পাটওয়ারী বলেন, উপজেলা কমিটির আহবায়ক আরমান ১৭ বছর আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ঠিকাদারি করেছেন।
পৌর কমিটির আহবায়ক মামুন পৌরসভায় চাকরি করেন। তারা আওয়ামী লীগের সুবিধাভোগী। পৌর, উপজেলা বিএনপি, ছাত্রদলসহ সব অঙ্গসংগঠন এ কমিটি বয়কট করেছেন। আমরা ত্যাগীদের নিয়ে নতুন কমিটি চাই।
উপজেলা কমিটির আহবায়ক আকবর হোসেন আরমান বলেন, আমি স্কুলজীবন থেকে ছাত্রদল করেছি। রাজনীতিতে অনেক হামলা-মামলা ও কারাভোগ করতে হয়েছে। কেন্দ্র ও জেলা নেতারা জেনেশুনেই আমাকে পদ দিয়েছেন। কেউ মিথ্যাচার করে লাভ হবে না।
পৌর কমিটির আহবায়ক নুর এ হেলাল মামুন বলেন, যারা এখন আমাদের বিরুদ্ধে কথা বলছেন, তারাই বিএনপি নেতা এবিএম জিলানীর গত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের টাকায় কক্সবাজার ভ্রমণে গেছেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন বলেন, ‘দীর্ঘদিন ধরে আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে বিএনপির রাজনীতি সিন্ডিকেট করে রেখেছেন। তার পছন্দের ব্যক্তিরা শীর্ষ পদ না পেয়ে এখন আন্দোলন করছেন। কেন্দ্রীয় নেতাদের অবগত করেই সেখানে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আরমান থানা ছাত্রদলের সাবেক সভাপতি, তার অনেক অবদান আছে।
প্রসঙ্গত, লক্ষ্মীপুরে শনিবার যুবদলের ১১টি শাখার নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেজে বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়। এসব কমিটির অনুমোদন দেন জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন ও সদস্য সচিব আবদুল আলিম হুমায়ুন।