নওগাঁর ধামইরহাটে বাজারমূল্যের চেয়ে বেশি দামে গরুর গোস্ত বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২ মার্চ) ধামইরহাটের সাপ্তাহিক হাটে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গরুর গোস্ত বিক্রি করা হচ্ছে। অভিযানে এক ব্যবসায়ীকে হাতেনাতে ধরে প্রথমবারের অপরাধ হিসেবে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বাজারের বিভিন্ন স্থানে যৌন উত্তেজক ওষুধসহ কবিরাজি ও আয়ুর্বেদিক ওষুধ বিক্রেতাদের প্রতারণামূলক ব্যবসা বন্ধের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার উপস্থিতি টের পেয়ে অনেক দোকানদার দ্রুত দোকান ফেলে পালিয়ে যায়।
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, “সাধারণ মানুষের অধিকার রক্ষায় এবং বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বাজারে ন্যায্যমূল্য ও ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।