ঢাকার শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার (৩ মার্চ) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে এলেও হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, দুপুর ১২টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
হোটেলটির ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর সিঁড়ির দরজা তালাবদ্ধ থাকায় কেউ বের হতে পারেননি। ফায়ার সার্ভিস জানায়, ছয়তলায় একটি বাথরুমের ভেতরে একজন এবং সিঁড়ির গোড়ায় আরও তিনজনের মরদেহ পাওয়া গেছে। নিহতরা সবাই পুরুষ। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
দুপুর ১২টা ৩১ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হোটেলের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে আবাসিক হোটেলগুলোর অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।