Homeশীর্ষ সংবাদচট্টগ্রামের খাতুনগঞ্জে মেয়রের বাজার পরিদর্শন

চট্টগ্রামের খাতুনগঞ্জে মেয়রের বাজার পরিদর্শন

চট্টগ্রামের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে রমজানের নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কাঁচামালের মজুদ ও মূল্য তালিকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম। সোমবার (৩ মার্চ) তারা এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং দরপত্র না থাকায় তিনটি দোকানে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়র ও জেলা প্রশাসক ব্যবসায়ীদের ন্যায্যমূল্য বজায় রাখা ও মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শনের বিষয়ে নির্দেশনা দেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সহকারী কমিশনার মো. ইসরাফিল জাহান, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহ নেওয়াজ, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, শাকিব শাহরিয়ার, রাইয়ান ফেরদৌস, ফারজানা রহমান মীম, আসিফ জাহান সিকদার, সুমন মণ্ডল অপু, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।

প্রশাসনের এমন উদ্যোগের ফলে বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখা ও ভোক্তাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সর্বশেষ খবর