Homeজেলাশাজাহানপুরে ট্রাক ও বাসচাপায় নিহত ২, আন্ডারপাসের দাবিতে মহাসড়ক অবরোধ

শাজাহানপুরে ট্রাক ও বাসচাপায় নিহত ২, আন্ডারপাসের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া)

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বাসস্ট্যান্ড এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) সকাল ১০টা ও বিকেল পৌনে ৪টার দিকে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন রিকশাচালক ও অপরজন অজ্ঞাত এক কিশোর (১৫)।

দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিকেল পৌনে ৪টা থেকে পৌনে ৫টা পর্যন্ত তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা সেখানে একটি ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণের দাবি করেন।

তবে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ট্রাফিক আইন না মানার কারণেই এমন দুর্ঘটনা ঘটছে।

সকাল ১০টার দিকে মাঝিড়া ফুট ওভারের নিচে ট্রাকচাপায় প্রাণ হারান উপজেলার খড়না ইউনিয়নের গয়নাকুড়ি পশ্চিমপাড়া গ্রামের মো. ফাযেল মিয়ার ছেলে মিরাজুল ইসলাম (২১)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে ছোট যানবাহনের জন্য আলাদা সড়ক থাকলেও মিরাজুল মহাসড়ক ব্যবহার করছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ পালিয়ে যাওয়া ট্রাকটি আটক করলেও নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।

নিহতের মামাশ্বশুর রনি আহমেদ বলেন, “মিরাজুল রিকশা চালিয়ে সংসার চালাতেন। তার স্ত্রী ও দুটি ছোট সন্তান আছে। এই দুর্ঘটনায় তারা এতিম হয়ে গেলো, পুরো পরিবার ধ্বংস হয়ে গেলো।”

বিকেল পৌনে ৪টার দিকে মাঝিড়া বাইপাস সড়কের পূর্ব পাশে একটি বাস থেকে পড়ে যায় এক কিশোর। পেছন থেকে আসা আরেকটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এই দুর্ঘটনার পর বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে এক ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ করেন।

শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আবুল বাশার বলেন, “মাঝিড়া দিয়ে পারাপারের কোনো ব্যবস্থা রাখা হয়নি। এখানে একটি মাত্র ফুট ওভার আছে, যা শুধুমাত্র সুস্থ মানুষ ব্যবহার করতে পারেন। দীর্ঘদিন ধরে আমরা আন্ডারপাস বা ফ্লাইওভারের দাবি জানিয়ে আসছি, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাঝিড়া এলাকায় নিরাপদ পারাপারের জন্য আন্ডারপাস বা ফ্লাইওভারের দাবি জানানো হলেও প্রশাসন ব্যবস্থা নেয়নি। ফলে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে।

বিক্ষোভের একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও, এলাকাবাসী তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সর্বশেষ খবর