Homeজেলাকালীগঞ্জে মাদক সেবনে বাধা, সাবেক সেনা সদস্যকে কুপিয়ে জখম

কালীগঞ্জে মাদক সেবনে বাধা, সাবেক সেনা সদস্যকে কুপিয়ে জখম

ঝিনাইদহের কালীগঞ্জে মাদক সেবনে বাঁধা দেওয়ায় এহিয়ার রহমান নামে এক সাবেক সেনা সদস্যকে কুপিয়ে জখম করেছে মাদকসেবীরা।

সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলার মালিয়াট ইউনিয়নের রাড়ীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার ছয়জনকে আসামি করে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে।

এজাহারে রাড়ীপাড়া গ্রামের মৃত তমেজ আলীর ছেলে মো. মাসুম (২৮), বাবর আলী মণ্ডলের ছেলে আমির আলী (৫৬), মিন্টুর ছেলে রিফাত হোসেন (২২), আমির আলীর স্ত্রী মোছা. মঞ্জুরা বেগম (৪৮), মিন্টুর স্ত্রী রিনা বেগম (৩৮), তমেজ আলীর স্ত্রী সমত্তাভান (৫৫)-কে আসামি করা হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, রোববার দুপুরে এহিয়ার রহমানের চাচাতো ভাই সিরাজুল ইসলাম মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে আসছিলেন। এ সময় আসামিরা সিরাজুল ইসলামের গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। বিষয়টি বুঝতে পেরে এহিয়ার রহমান সেখানে উপস্থিত হয়ে তাদেরকে থামানোর চেষ্টা করেন এবং চাচাতো ভাই সিরাজুল ইসলামকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় পেছন থেকে তার ওপর দেশীয় অস্ত্র, রামদা, হাতুড়ি, চাপাতি ও লোহার রড দিয়ে হামলা করে আহত করা হয়। আসামিরা এলাকায় মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করে বেড়ায়। এহিয়ার রহমান তাদের এই কর্মকাণ্ডের প্রতিবাদ করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্য হামলা চালায়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, এ ঘটনায় ইতোমধ্যে দুই আসামি আটক হয়েছেন। বাকিদের ধরতে অভিযান চলমান আছে।

সর্বশেষ খবর