Homeজেলাধামইরহাটে অবৈধ বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা

ধামইরহাটে অবৈধ বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা

নওগাঁর ধামইরহাটে সরকারি খাস জমি থেকে অনুমতি ছাড়াই বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার ইসবপুর ইউনিয়নের মানপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযুক্ত ব্যক্তি মানপুর এলাকার মৃত মোজাহার আলীর ছেলে গোলাম মোস্তফা (৫৪)। তিনি দীর্ঘদিন ধরে ট্রাক্টরের মাধ্যমে সরকারি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন বলে জানা গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল অংশ নেয়। অভিযানে গোলাম মোস্তফাকে হাতেনাতে আটক করা হয় এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী তাকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা পরিশোধ না করলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, “সরকারি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এতে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। ভবিষ্যতে কেউ যদি এমন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ খবর