Homeআন্তর্জাতিকরমজানে প্রকাশ্যে খাবার খেয়ে ২০ মুসলিম গ্রেপ্তার

রমজানে প্রকাশ্যে খাবার খেয়ে ২০ মুসলিম গ্রেপ্তার

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় পবিত্র রমজানে প্রকাশ্যে খাবার খাওয়ার অপরাধে ২০ জন মুসলিমকে গ্রেপ্তার করেছে ইসলামিক পুলিশ। পাশাপাশি, খাবার বিক্রির দায়ে আরও পাঁচজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নাইজেরিয়ার কানো প্রদেশের ইসলামিক পুলিশ (হিসবাহ) রোজা ভঙ্গের দায়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। হিসবাহর ডেপুটি কমান্ডার মুজাহিদ আমিনুদিন জানিয়েছেন, “রমজানে প্রকাশ্যে খাবার খাওয়া ইসলাম ও সমাজের প্রতি অসম্মান। এই ধরনের কাজ মেনে নেওয়া হবে না।”

তিনি আরও বলেন, পুরো রমজান মাস জুড়ে এই ধরনের অভিযান চলবে। তবে, অমুসলিমদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।

গ্রেপ্তারকৃত ২৫ জনকে শরিয়াহ আদালতে উপস্থাপন করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, গত বছরও একই অপরাধে কিছু মুসলিমকে আটক করা হয়েছিল। তবে, সেসময় তারা রোজা রাখার প্রতিশ্রুতি দিলে মুক্তি দেওয়া হয়। এবার আদালতের রায়ের ভিত্তিতেই তাদের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।

এ ঘটনার পর সামাজিক ও মানবাধিকার সংগঠনগুলো রোজা পালনে বাধ্য করার নীতির বিরোধিতা করেছে। তাদের মতে, এটি ব্যক্তিগত বিশ্বাসের বিষয়, যা বলপ্রয়োগের মাধ্যমে নিশ্চিত করা উচিত নয়। তবে, কানো প্রদেশের ধর্মীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামী নীতি রক্ষার জন্য তারা কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে।

সর্বশেষ খবর