Homeজেলাভেদরগঞ্জে স্কুল দখল ও চাঁদাবাজির অভিযোগে সেই ৩ শিক্ষক কারাগারে

ভেদরগঞ্জে স্কুল দখল ও চাঁদাবাজির অভিযোগে সেই ৩ শিক্ষক কারাগারে

শরীয়তপুরে ভেদরগঞ্জ থানা সংলগ্ন প্রতিভা সাইন্স প্রিপারেটরী (পি.এস.পি) হাই স্কুল দখল ও চাঁদাবাজির অভিযোগে আটককৃত ৩ শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলো মহিষার দিগম্বরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, উপজেলা সদরের ইগনাইটেড কোচিং সেন্টারের শিক্ষক মনোয়ার হোসেন ও তপুর রায়হান।

মঙ্গলবার দুপুরে তাদেরকে শরীয়তপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে (ভেদরগঞ্জ) তোলা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এর আগে সোমবার দুপুরে ভেদরগঞ্জ থানা পুলিশ তাদেরকে আটক করে।

পুলিশ, স্থানীয় সূত্র ও মামলার বিবরণে জানা গেছে, সোমবার দুপুরে মহিষার দিগম্বরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, কোচিং মাস্টার মনোয়ার হোসেন ও তপুর নেতৃত্বে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ গ্রুপ প্রতিভা এস. পি হাইস্কুলে ঢুকে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জোরপূর্বক বের করে দেয় এবং স্কুলটি দখলে নেয়ার চেষ্টা করে তারা। এসময় দখলকারীরা বিদ্যালয়ের অফিস কক্ষের ক্যাশবক্স থেকে শিক্ষার্থীদের কাছ থেকে বেতন বাবদ উত্তোলনকৃত নগদ ১ লাখ ৫০ হাজার ৭৫৫ টাকা নিয়ে যায়। এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে অফিস সহায়ক মাকসুদা বাদী হয়ে ৩জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ নামে ভেদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।


আরও পড়ুন>>শরীয়তপুরে ভেদরগঞ্জে স্কুল দখল ও চাঁদাবাজির অভিযোগে ৩ শিক্ষক আটক


প্রতিভা এস.পি হাইস্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক নাঈমুল হাসান (নাঈম) বলেন, আমি ঢাকায় চিকিৎসাধীন রয়েছি। এই সুয়োগে আসামীরা আমার বিদ্যালয়টি দখলে নেয়ার অপচেষ্টা চালায়। এদিকে ৩ শিক্ষক গ্রেফতার ও তাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এবং আটককৃত শিক্ষকদের মুক্তির দাবীতে মঙ্গলবার সকালে বেশ কিছু শিক্ষার্থী ভেদরগঞ্জ থানার মূল ফটকে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলকারী শিক্ষার্থীদের দাবী, উক্ত ৩ শিক্ষকের নামে স্কুল দখল ও চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর