Homeজেলাধামইরহাটে দীর্ঘ অপেক্ষার শেষে বালুমহাল হস্তান্তর করলেন প্রশাসন

ধামইরহাটে দীর্ঘ অপেক্ষার শেষে বালুমহাল হস্তান্তর করলেন প্রশাসন

নওগাঁর ধামইরহাটে দীর্ঘ কয়েক মাস অপেক্ষার পর পাঁচটি মৌজায় বালুমহাল হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে আত্রাই নদীর বিভিন্ন পয়েন্টে আনুষ্ঠানিকভাবে বালুমহাল দখল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।

জানা গেছে, উপজেলার চকহরিহরপুর এলাকার মৃত বিশ্বনাথ চৌধুরীর ছেলে শ্রী ভোলানাথ চৌধুরী হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-১০৮১৫/২০১২ এর ২১ মার্চ ২০২৪ তারিখের আদেশ অনুযায়ী জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ফাল্গুন ও চৈত্র মাসের জন্য ২৫ লাখ ৫৩ হাজার ৫৫৬ টাকায় বালুমহাল ইজারা লাভ করেন।

জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি অফিসের সার্ভেয়ার ইজারাকৃত পাঁচটি মৌজা—উদয়শ্রী, পশ্চিম চানপুর, ভগবানপুর, চবভরাট ও রসুলবিল এলাকায় বালুমহাল দখল হস্তান্তর ও সীমানা নির্ধারণ করেন।

এসময় ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, “সরকারি রাজস্ব পরিশোধকারী ব্যক্তি ছাড়া কেউ যদি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসনের এই পদক্ষেপের ফলে এলাকার বালুমহাল ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে বলে স্থানীয়রা আশা করছেন।

সর্বশেষ খবর