কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ে হট্টগোলকে কেন্দ্র করে সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠেছে ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় ইবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, সংবাদকর্মীদের বাধা দেয়ার ক্ষেত্রে বলছি, যদি কেউ এটা করে থাকে তাহলে এর দায় সংগঠন নেবে না।
মঙ্গলবার (০৪ মার্চ) দুপুর সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে রেজিস্ট্রার পদ থেকে আওয়ামীপন্থী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের অপসারণ এবং তদস্থলে নিজেদের পছন্দমতো ব্যক্তিকে নিয়োগকে কেন্দ্র করে হট্টগোল সৃষ্টি হয়। এসময় ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ উপাচার্যের কার্যালয় থেকে সাংবাদিকদের বের করে দেন। এ প্রেক্ষিতে এমন মন্তব্য করেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ।
তিনি আরোও বলেন, আমি মনে করি সে তার কর্মীর সাথে যে আচরণ করেছে একই আচরণই করেছে সাংবাদিকদের সাথে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এদিকে এ বিষয়ে মঙ্গলবার বিকাল তিনটার দিকে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। এসময় সংগঠনটি এঘটনার তীব্র নিন্দা জানান এবং সাংবাদিকদের কাজে বাধা দেয়ার প্রতিবাদ জানায়। এসময় ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান বলেন, আজকের ঘটনায় আমরা দেখেছি, গণমাধ্যম কর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এবং তারা বিভিন্ন লাঞ্ছনার শিকার হয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, যাতে পরবর্তীতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
এ বিষয়ে ছাত্রদল ইবি শাখার আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, ভিসি স্যারের সাথে কথা বলার জন্য আমাদের কর্মীদেরকে রুম থেকে বের হতে বলেছি। কারো কথায় ইনফ্লুয়েঞ্জ হয়ে এমনটা ষড়যন্ত্র করতেছে বলে মনে করছি।