Homeজেলালক্ষ্মীপুরে ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে টিসিবি পন্য বিক্রি কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে টিসিবি পন্য বিক্রি কার্যক্রম উদ্বোধন

নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য সহনীয় রাখতে ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে টিসিবি পন্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

০৫ মার্চ (বুধবার) সকালে লক্ষ্মীপুর শহরের গোডাউন এলাকায় এই কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান। এসময় টিসিবি কার্ড ছাড়া ৪০০ অসহায় ও দরিদ্র ব্যাক্তির মাঝে ৪৫০ টাকা মূল্য পন্য তুলে দেন অতিথিবৃন্দ।

উপজেলা প্রশাসক সূত্র জানায়, কার্ডধারী ছাড়া যে কেউ ৪৫০ টাকা দিয়ে ভ্রাম্যমান ট্রাক থেকে টিসিবি পন্য কিনতে পারবেন। শুক্রবার বাদে প্রতিদিন এই কার্যক্রম চলবে আগামী ২০ রমজান পর্যন্ত।

সর্বশেষ খবর