Homeসর্বশেষ সংবাদগাবতলির মোল্লা বস্তিতে আগুন

গাবতলির মোল্লা বস্তিতে আগুন

কাজী এহসানুল হক জিহাদ, (প্রতিনিধি)।।

রাজধানীর গাবতলি থানার মোল্লা বস্তুিতে ভয়াবহ অগ্নিকান্ড। গাবতলি শাহী মসজিদের পাশে অবস্থিত মোল্লা বস্তিতে অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ৪টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

বস্তির বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, রাত ৩টার পর বস্তিতে আগুন লাগে।

তবে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বস্তির ঘরগুলো বাঁশ এবং কাঠের তৈরি হওয়াতে আগুন মূহুর্তেই ছড়িয়ে পরেছে। আগুন লাগার কোন সূত্রপাত এবং কোন হাতাহতের খবর এখনো জানা যায়নি।

সর্বশেষ খবর