Homeজেলাধামইরহাটে কওমী মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধামইরহাটে কওমী মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাট উপজেলার আমাইতাড়ায় দারুস সালাম তাহফিজুল কোরআন কওমী মাদ্রাসা ও এতিমখানায় এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মার্চ) বিকেল ৫টা থেকে শুরু হওয়া এ আয়োজনে স্থানীয় আলেম-উলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে পোরশা জুমহুরিয়া মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা মোস্তাফিজুর রহমান পাঁচজন হাফেজকে আনুষ্ঠানিকভাবে পাগড়ী প্রদান করেন এবং ১৭ জন ছাত্রকে কোরআন শরিফ উপহার দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি ও উপজেলা বিএনপির নেতা আলহাজ্ব হানজালা। এছাড়া সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম (লিটন), ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক (রাজু), উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শামিম কবির (মিল্টন), পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা বিএনপির নেতা মোসাদ্দেকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ, জাতি এবং মাদ্রাসার উন্নতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে অংশগ্রহণকারীরা ধর্মীয় শিক্ষার গুরুত্ব ও এতিমদের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ খবর