Homeজেলারাণীনগরে লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ সম্পন্ন

রাণীনগরে লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ সম্পন্ন

নওগাঁর রাণীনগর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৮টি ইউনিয়নের ১৬টি পয়েন্টের জন্য নতুন ১৬ জন ডিলার নিয়োগের প্রাথমিক কার্যক্রম লটারির মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়।

উপজেলা ডিলার নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানের সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলামের সঞ্চালনায় লটারির অনুষ্ঠানে কমিটির সকল সদস্যবৃন্দ, উপজেলার ৮টি ইউনিয়নের আবেদনকারী, জনপ্রতিনিধি, সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলার সুবিধাভোগীদের মাঝে মাসে একবার ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সেই কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে ডিলার নিয়োগের প্রাথমিক কার্যক্রম লটারির মাধ্যমে সম্পন্ন করা হয়।

১নং খট্টেশ্বর রাণীনগর সদর ইউনিয়নের ২টি পয়েন্টের মধ্যে রাণীনগর বাজার খাদ্য গুডাউন গেইট পয়েন্টে মো. মামুনুর রশিদ ও সিম্বা বাজার পয়েন্টে শ্রী দিবাকর চন্দ্র সরকার ডিলার নির্বাচিত হন। কাশিমপুর ইউনিয়নের ২টি পয়েন্টের মধ্যে সাহানাপাড়া পয়েন্টে মো. গোলাম মোস্তফা ও ত্রিমোহনী বাজার পয়েন্টে আবেদনের মধ্যে লটারিতে ওঠা নামের ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকায় পরবর্তিতে তদন্ত সাপেক্ষে ওই পয়েন্টের ডিলারের নাম ঘোষণা করা হবে। বড়গাছা ইউনিয়নের ২টি পয়েন্টের মধ্যে বড়গাছা পয়েন্টে তানভীর আহমেদ সিদ্দিকী ও ভাটকৈ বাজার পয়েন্টে মন্টু সিপাই ডিলার নির্বাচিত হয়।

গোনা ইউনিয়নের দু’টি পয়েন্টের মধ্যে বেতগাড়ি বাজার পয়েন্টে সোহেল রানা ও গোনা বাজার পয়েন্টের জন্য প্রাপ্ত আবেদনপত্রের সকল আবেদনপত্রই যাচাই-বাছাইয়ে বাতিল হওয়ার কারণে ওই পয়েন্টে পরবর্তিতে আবেদনের প্রেক্ষিতে নাম ঘোষণা করা হবে। মিরাট ইউনিয়নের দু’টি পয়েন্টের মধ্যে জামালগঞ্জ পয়েন্টে ওহিদুল ইসলাম ও আতাইকুলা পাগলির মোড় পয়েন্টে আহসান হাবীব নির্বাচিত হন। কালীগ্রাম ইউনিয়নের ২টি পয়েন্টের মধ্যে রাতোয়াল বাজার পয়েন্টে মোছা. রশিদা ও কুতকুতিতলা পয়েন্টে আবু বক্কর সিদ্দিক নির্বাচিত হয়েছেন। একডালা ইউনিয়নের ২টি পয়েন্টের মধ্যে আবাদপুকুর বাজার পয়েন্টে সবুজ আলী ও জলকৈ বাজার পয়েন্টে আকরাম হোসেন নির্বাচিত হন। পারইল ইউনিয়নের ২টি পয়েন্টের মধ্যে ভান্ডারগ্রাম বাজার পয়েন্টে আব্দুল মজিদ প্রামাণিক ও বিলকৃষ্ণপুর বাজার পয়েন্টে শহিদুল ইসলাম ডিলার নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, কমিটি কর্তৃক আবেদনপত্র যাচাই-বাছাই অন্তে প্রকাশ্যে লটারির মাধ্যমে উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন তাদের নামের তালিকা জেলা পর্যায়ে পাঠিয়ে দেওয়া হবে। জেলা কমিটি প্রাথমিকভাবে বিজয়ী ডিলারদের নামের তালিকাকে চুড়ান্তভাবে অনুমোদন দিলেই আমরা ডিলারদের চুড়ান্তভাবে নিয়োগ প্রদান করবো। আর চুড়ান্তভাবে নিয়োগের পরেই চলতি মাস থেকেই ডিলাররা তাদের কার্যক্রম শুরু করবেন।

সর্বশেষ খবর