Homeশিক্ষা-শিক্ষাঙ্গনইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের গণ ইফতার আয়োজন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের গণ ইফতার আয়োজন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৭০০ শিক্ষার্থীদের মাঝে গণ ইফতার বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখা

বৃহস্পতিবার (০৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল সংলগ্ন ক্রিকেট মাঠে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির ইবি শাখার সেক্রেটারি ইউসুব আলীসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ প্রাঙ্গণে ছেলেদের এবং উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল সংলগ্ন মেয়েদের মাঝে সতেরো শতাধিক পেকেট ইফতার বিতরণ করা হয়।

সরজমিনে দেখা যায়, ছাত্রশিবিরের ইফতার আমন্ত্রণে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আসরের নামজ পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও পার্শ্ববর্তী মেস থেকে শিক্ষার্থীরা দলে দলে এসে সমবেত হয়।এসময় শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ইফতার গ্রহণ করে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাকিব হাসান বলেন, ক্যাম্পাসে শিবিরের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। প্রতিটি ছাত্রসংগঠন যদি এভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে তাহলে ক্যাম্পাসে সুষ্ঠ রাজনৈতিক ধারা অব্যাহত থাকবে। পাশাপাশি শিক্ষার্থীরাও উপকৃত হবে।

শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফি বলেন, আমরা শিক্ষার্থীদের জন্যই কাজ করি। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে উঠুক। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে একদিন ইফতার করানোর ব্যবস্থা করেছি আমরা। ছাত্রশিবির ভবিষ্যতে আরো শিক্ষার্থীবান্ধব কাজ করবে।

শাখা শিবির সাধারণ সম্পাদক ইউসুব আলী বলেন, প্রত্যাশার চেয়ে বেশি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা ইফতার করেছে। প্রায় ১৭ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে পেরেছি।

পরবর্তীতে আমরা সাংবাদিকদের সাথে ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের সাথে ইফতারির আয়োজন করবো।

তিনি আরোও বলেন, সকলের প্রতি আমাদের আহ্বান আমাদের সম্পর্কে জানেন,আমাদেরকে জেনে আমাদের সম্পর্কে মন্তব্য করেন। আমাদের কোনো ভুল পেলে শুধরিয়ে দেন।আমরা সাদরে গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমাদের সম্পর্কে কোনো পরামর্শ থাকলে দিবেন। আমরা এই আশাবাদ ব্যক্ত করি।

সর্বশেষ খবর