লক্ষীপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ ( ৬ মার্চ বৃহস্পতিবার) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভার আয়োজন করা হয় পবিত্র মাহে রমজান ও ঈদুল-উল-ফিতর ২০২৫ উদযাপন উপলক্ষে। সভাটির উদ্দেশ্য ছিল সর্বসাধারণের চলাচলের পথ সুগম করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যাতে ঈদের সময় যানবাহন চলাচল নির্বিঘ্ন থাকে এবং জনগণের যাতায়াত সহজ হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ আকতার হোসেন, যিনি সভার সভাপতিত্ব করেন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহা: রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জনাব মোঃ জামিলুল হক পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) জনাব মোঃ রকিবুল হাসান পিপিএম, ডিআইও-০১ জনাব মোঃ মাহফুজুর রহমান, এবং লক্ষীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল মোন্নাফ।
সভায় লক্ষীপুর পরিবহন মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার জনাব আকতার হোসেন উপস্থিত পরিবহন মালিকদের সঙ্গে ঈদ উপলক্ষে যানবাহন পরিচালনা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন। তিনি সকলকে আইন শৃঙ্খলা রক্ষা করতে এবং জনসাধারণের নিরাপত্তা ও সুবিধার জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান জানান।