Homeঅর্থনীতিকর্মকর্তারা যার পদত্যাগ চান, তাকেই সমাধানের দায়িত্ব দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা

কর্মকর্তারা যার পদত্যাগ চান, তাকেই সমাধানের দায়িত্ব দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও তার নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগের দাবিতে গত বুধবার বিক্ষোভ ও আজ কর্মবিরতি পালন করেছে সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা। পরিস্থিতি জটিল হওয়ায়, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) উদ্বেগ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বৃহস্পতিবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, “এটা আমার কিছু করার বিষয় নয়। বিএসইসি চেয়ারম্যান আছেন, উনি এই পরিস্থিতি দেখবেন। সরকার তার উপর সব দায়িত্ব দিয়েছে।” তিনি আরও বলেন, “প্রতিষ্ঠান কীভাবে চলবে, সেটাও তারা ভালো জানেন। কর্মবিরতি বা বিক্ষোভের বিষয়টি তাদের নিজেদের।”

এদিকে, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানান, সরকার তাদের সঙ্গে যোগাযোগ রেখে বলেছে, তারা তাদের কাজ অব্যাহত রাখবে এবং আরো দৃঢ়ভাবে এগিয়ে যাবে। “আমরা যে কাজটি শুরু করেছি, সেটি নিষ্ঠার সঙ্গে চালিয়ে যাবো। অন্যায়ের কাছে মাথা নত করার প্রশ্ন নেই,” বলেন তিনি।

চেয়ারম্যানের এই প্রতিক্রিয়া কর্মবিরতিতে অংশ নেওয়া কর্মকর্তাদের জন্য একটি সাফ বার্তা হিসেবে এসেছে, যেখানে তিনি তাদের আন্দোলনের প্রতি সহানুভূতি না জানিয়ে কর্তব্য পালনে অটল থাকার সংকল্প প্রকাশ করেছেন।

বিএসইসি ও এর কর্মকর্তাদের মধ্যে এমন মতবিরোধ এবং প্রতিবাদ কর্মসূচি শেয়ার বাজার ও আর্থিক খাতে কিছুটা অস্থিরতা সৃষ্টি করেছে। তবে, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সংস্থার কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করার চেষ্টা চলছে।

সর্বশেষ খবর