জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সমাজে শান্তি বজায় রাখতে হলে পুলিশকে পুলিশের কাজ করতে দিতে হবে এবং কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয়। তিনি এই মন্তব্য করেছেন বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে ‘গণমানুষের ইফতার’ আয়োজনে।
নাহিদ ইসলাম বলেন, “সমাজে বিভিন্ন ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রয়োজন। পুলিশের দায়িত্ব পুলিশকেই পালন করতে দিতে হবে, আমরা যেন নিজেদের হাতে আইন তুলে না নিই।”
তিনি আরও বলেন, “সুখ-দুঃখ জনগণের সঙ্গে ভাগাভাগি করব। অতীতে আমরা একসঙ্গে রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকব। লড়াই করেই আমরা দেশকে একটি ভালো অবস্থানে নিয়ে যাব।”
নাহিদ ইসলাম সবাইকে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতা চর্চার আহ্বান জানিয়ে বলেন, দেশের সমৃদ্ধির জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এছাড়া, তিনি আশা প্রকাশ করেন যে, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিরাপদ ঈদ বাজার এবং যাতায়াতের নিশ্চয়তা সরকার নিশ্চিত করবে।