Homeশীর্ষ সংবাদবায়তুল মোকাররমে হিযবুত তাহরীরের ‘খিলাফত মার্চ’, পুলিশি বাধার মুখে সংঘর্ষ

বায়তুল মোকাররমে হিযবুত তাহরীরের ‘খিলাফত মার্চ’, পুলিশি বাধার মুখে সংঘর্ষ

দেশে খিলাফত প্রতিষ্ঠার দাবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি শুক্রবার (৭ মার্চ) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে শুরু হয়। কর্মসূচিতে অংশ নেয় সংগঠনের কয়েক হাজার সমর্থক।

জানা গেছে, তুরস্কে খিলাফত পতনের ১০১ বছর পূর্তিকে কেন্দ্র করে এই কর্মসূচির ডাক দেয় সংগঠনটি। জুমার নামাজ শেষে হিযবুত তাহরীরের সমর্থকরা বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হয়ে ‘মুক্তির একপথ, খিলাফত খিলাফত’ স্লোগান দিতে থাকে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে মিছিলটি সামনে এগিয়ে যায়। পল্টন মোড়ে পুলিশ ব্যারিকেড দিলেও সমর্থকরা ঠেলে এগিয়ে যেতে থাকে। একপর্যায়ে মিছিলটি বিজয়নগর হয়ে পল্টন ময়দানের দিকে অগ্রসর হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিজয়নগর পানির পাম্প মোড়ের কাছে দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। তবে মিছিলের গতিপথ অব্যাহত থাকলে পল্টন ময়দানে পুলিশ আরও তিনটি সাউন্ড গ্রেনেড ছোড়ে।

এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুই পক্ষই পল্টন এলাকায় মুখোমুখি অবস্থানে রয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, হিযবুত তাহরীর ২০০৯ সালে বাংলাদেশে নিষিদ্ধ হয়। এরপর থেকে তারা বিভিন্ন সময় গোপন তৎপরতা চালানোর চেষ্টা করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর