মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে এক কুখ্যাত ডাকাত ও গরু চোরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জুড়ী থানার পুলিশ পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি এলাকা থেকে তাকে আটক করে।
গ্রেফতারকৃত ডাকাত হলেন সোহেল মিয়া (২৯), যিনি পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। পুলিশের তথ্যানুসারে, তার বিরুদ্ধে ডাকাতি ও গরু চুরির পাঁচটি মামলা রয়েছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়ার নির্দেশনায় এসআই ফরহাদ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে সোহেল মিয়াকে গ্রেফতার করেন।
এ প্রসঙ্গে ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, “আসামির বিরুদ্ধে একাধিক ডাকাতি ও গরু চুরির মামলা রয়েছে। সে একজন পেশাদার অপরাধী। আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে এবং পরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, জুড়ী থানার এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।