Homeরাজনীতিভারতের অপপ্রচারের বিরুদ্ধে আলেমদের সোচ্চার থাকার আহ্বান হাসনাত আবদুল্লাহর

ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আলেমদের সোচ্চার থাকার আহ্বান হাসনাত আবদুল্লাহর

প্রতিবেশী দেশ ভারতের অপপ্রচারের বিরুদ্ধে দেশের আলেমদের সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “যদি আমরা সচেতন না হই, তাহলে আমাদের সব অর্জন ব্যর্থ হতে পারে।”

শুক্রবার (৭ মার্চ) রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের আয়োজিত ‘জাতীয় ঐক্যে আলেমদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “ধর্মের নামে ইসলামবিরোধী কর্মকাণ্ড চালানো হচ্ছে। আলেম-ওলামাদের এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র নয়, তবে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। এই সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র চলছে।”

এনসিপির এই নেতা অভিযোগ করেন যে, বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, “বিশেষ করে ভারতীয় ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। এটি মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থেকে সংগ্রাম চালিয়ে যেতে হবে।”

আলোচনা সভায় বিভিন্ন ইসলামি চিন্তাবিদ ও আলেম-ওলামারা উপস্থিত ছিলেন। তারা সবাই দেশের সার্বভৌমত্ব রক্ষায় ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে মত বিনিময় করেন।

সর্বশেষ খবর