বগুড়ার শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ মার্চ) গভীর রাতে উপজেলার দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এবং শেরপুর-ধুনট-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের রণবীরবালা ঘাটপাড় এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ অভিযান চালায়। অভিযানে ডাকাতদের কাছ থেকে একটি পুরাতন ইজিবাইক, তালা কাটার যন্ত্র, ২৪ ইঞ্চি লম্বা হাসুয়া, চাইনিজ কুড়াল, ছুরি, স্লাই রেঞ্জ এবং নাইলনের দড়িসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—বগুড়ার শেরপুর উপজেলার বড় ফুলবাড়ী গ্রামের ওমর ফারুক (২৩), ছোট ফুলবাড়ীর মো. জাকির আহম্মেদ ওরফে জনি (৩২), বাদশা মিয়ার ছেলে সামিউল (১৯), মেহেদী হাসান রব্বানী (২৩), আরফান আলিম (২৫), আ. গাফফার সবুজ (১৯), সাগর ইসলাম ওরফে সজিব (৩৮), তার ভাই শাহজাহান আলী ওরফে সাজু (৪০), ফরিদ শেখ (৩৫) এবং রানা মিয়া (৫০)।
ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।