Homeজেলাকীর্তনপ্রেমী ভারত রবিদাসের পরলোকগমন- রায়পুরে শোকের ছায়া

কীর্তনপ্রেমী ভারত রবিদাসের পরলোকগমন- রায়পুরে শোকের ছায়া

রায়পুরের সংস্কৃতিমনা ও কীর্তনপ্রেমীদের জন্য এক দুঃসংবাদ—শ্রীশ্রী মহামায়া মন্দিরের সম্মানিত সিনিয়র সদস্য ও গুণী কীর্তনশিল্পী ভারত রবিদাস পরলোকগমন করেছেন। বার্ধক্যজনিত কারণে তিনি গতকাল (৯ মার্চ ২০২৫) রাত ২টা নাগাদ লক্ষ্মীপুর সরকারি মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভারত রবিদাস ছিলেন, একনিষ্ঠ কৃষ্ণভক্ত ও সঙ্গীতপ্রেমী। কীর্তনের প্রতি তার অগাধ ভালোবাসা, অনবদ্য কণ্ঠস্বর ও অসাধারণ তালজ্ঞান তাকে রায়পুরের কীর্তনজগতের উজ্জ্বল নক্ষত্রে পরিণত করেছিল। তার কণ্ঠের গাম্ভীর্য বহু কীর্তন আসরে শ্রোতাদের মুগ্ধ করেছে। কিন্তু জীবনের শেষ দিনগুলোতে তিনি অভাব-অনটনের সাথে কঠিন লড়াই করেছেন, যা তার বিদায়ের বেদনা আরও গভীর করে তোলে।

মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রয়াণে রায়পুর শ্রীশ্রী মহামায়া মন্দির, রায়পুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও রায়পুর সঙ্গীত একাডেমি গভীর শোক প্রকাশ করেছে। মন্দির কর্তৃপক্ষ তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকাহত পরিবারের জন্য প্রার্থনা করেছে।

ভারত রবিদাসের অন্ত্যেষ্টিক্রিয়া আজ বিকেল ৫টায় রায়পুর মহাশ্মশানে অনুষ্ঠিত হবে। রায়পুরের কীর্তনজগতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।

সর্বশেষ খবর