Homeরাজনীতিপিরোজপুরের কাউখালীতে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ মার্চ) দুপুরে আয়োজিত এই সভায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, দলীয় ঐক্য শক্তিশালী করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

বর্ধিত সভার প্রধান অতিথি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, “আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণই এ দেশের প্রকৃত মালিক। আমাদের জাতীয়তাবাদী দর্শন এই বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। দেশের বাইরের কারও কাছে আমাদের জবাবদিহি করতে হবে না, আমাদের বন্ধু থাকতে পারে, কিন্তু কোনো প্রভু নেই।”

তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী দলের কর্মীরা কেবল বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দেয়। কিন্তু কিছু দল বিদেশি স্বার্থরক্ষা করে, কেউ ভারতের দিকে ঝুঁকে, কেউ পাকিস্তানের দিকে, কেউ চীনের, আবার কেউ আমেরিকার। আমরা কেবলমাত্র দেশের জনগণের অধিকার রক্ষায় কাজ করি।”কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার প্রকৃত ঘোষক। তিনি শুধু ঘোষণা দেননি, বরং নিজেই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করেছেন। অথচ আজ তার অবদানকে অস্বীকার করা হচ্ছে, ইতিহাস বিকৃত করা হচ্ছে।”

সভায় আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগ দেশের স্বার্থের চেয়ে বিদেশি স্বার্থকে বেশি গুরুত্ব দেয়। তারা বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণ কলকাতা থেকে চায়। অন্যদিকে, কিছু দল ধর্মের নামে রাজনীতি করে নিজেদের ফায়দা লুটতে চায়। কিন্তু বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের জন্য লড়াই করবে।”

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শেখ হাসানুল কবির লীন ও মো. জাকির হোসেন রোকন।

কর্মীসভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক এস.এম. আহসান কবির এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এইচ.এম. দীন মোহাম্মদ।

সর্বশেষ খবর