Homeশিক্ষা-শিক্ষাঙ্গনইসলামী বিশ্ববিদ্যালয়ে "মহেশপুর ছাত্র কল্যাণ সমিতি"র আত্মপ্রকাশ, আহ্বায়ক কমিটি অনুমোদিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে “মহেশপুর ছাত্র কল্যাণ সমিতি”র আত্মপ্রকাশ, আহ্বায়ক কমিটি অনুমোদিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কল্যাণে গঠিত “মহেশপুর ছাত্র কল্যাণ সমিতি” আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।

গত ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সংগঠনটির প্রতিষ্ঠা ঘোষণা করা হয় এবং আজ আনুষ্ঠানিকভাবে এর আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। “শিক্ষা সহযোগিতা বন্ধন” স্লোগানকে সামনে রেখে এ সংগঠনটি সামাজিক, স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করবে।

সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোঃ শাহীদ কাওসার এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আল মামুন। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাকলাইন মুস্তাক, টি এস নিরব, সাহারুল ইসলাম, ফারহানা আক্তার রিমা, ওমর ফারুক, মোঃ মোফাজ্জল হোসেন, মিস সাদিয়া সুলতানা ও মোঃ আহসান কবির। এছাড়া, সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন এম ই এইচ শোভন, মো: মহিউদ্দিন, ঐশি ইসলাম, মোছা: বিনা, তৌফিক হাসান, আলী কদর, রিওন আহমেদ, রুবায়েদ আহমেদ লিমন, নুর আলম, সম্রাট হোসেন ও জাহিদ হাসান।

সংগঠনের আহ্বায়ক মোঃ শাহীদ কাওসার বলেন, “মহেশপুর উপজেলা, ঝিনাইদহ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাক্ষেত্র। প্রতিবছর এখান থেকে বহু শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তাদের মধ্যে সহযোগিতা, শিক্ষা সহায়তা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য ‘মহেশপুর ছাত্র কল্যাণ সমিতি’ গঠিত হয়েছে। ভবিষ্যতে এই সংগঠনটি শিক্ষামূলক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে।”

সংগঠনটির এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি করবে এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ খবর