Homeজেলামহেশপুরে জামায়াতের সমাবেশে বিএনপির হামলার অভিযোগ

মহেশপুরে জামায়াতের সমাবেশে বিএনপির হামলার অভিযোগ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লোপাড়া গ্রামে জামায়াতের কর্মী সমাবেশে বিএনপি কর্মীদের অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। আজ সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটে। হামলায় বেশ কয়েকজন নারী কর্মী আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৯ মার্চ) সকাল ১১ টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ও রমজানের তাৎপর্য তুলে ধরে কুল্লোপাড়া গ্রামে জামায়াতের পক্ষ থেকে এক সমাবেশের আয়োজন করা হয়। হঠাৎ ওই সমাবেশে বিএনপির চিহ্নিত ক্যাডার হুয়াদ আলী ছেলে ঝুমুরের নেতৃত্বে হামলা চালানো হয়।

এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন নারী কর্মী। হামলার পর হাসিনা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় এজাহার দায়ের করেছেন। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মেদ সাংবাদিক সম্মেলনে জানান, হামলাকারীরা জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে হেনস্থা করেছে এবং এতে কয়েকজন নারী কর্মী আহত হয়েছেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলার সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হাই, পৌর জামায়াতের আমির ইসমাইল হোসেন পলাশ, বাঁশবাড়িয়া ইউনিয়নের আমির জুলফিকার আলী এবং উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি লুৎফর রহমান প্রমুখ।

বক্তব্যের শেষে হাসিনা খাতুন দাবি করেন, এই হামলার বিচার করা উচিত এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

সর্বশেষ খবর