Homeশিক্ষা-শিক্ষাঙ্গনইসলামী বিশ্ববিদ্যালয়ে আইইউপিএস'র ইফতার মাহফিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইইউপিএস’র ইফতার মাহফিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইসলামিক ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (আইইউপিএস) এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ প্রাঙ্গণে বিভিন্ন সামাজিক সংগঠনে সদস্য ও ভ্যানচালকদের নিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, রমজান আমাদের তাকওয়ার শিক্ষা দেয়া। এভাবে ধনী-দরিদ্র ভেদাভেদ ভুলে সকলে একসাথে ইফতার করার মাধ্যমে আমরা রমজানে শিক্ষাকে ধারণ করতে পারি। আমাদের সংগঠন “আইইউপিএস” মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি, সৌন্দর্যকে ও সংস্কৃতিকে আলোকচিত্রের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরে থাকি।

সর্বশেষ খবর