Homeজাতীয়শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ছিল গাজার মতো: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ছিল গাজার মতো: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে ‘আরেকটি গাজার মতো বিধ্বস্ত দেশ’ বলে মন্তব্য করেছেন।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি, শেখ হাসিনার শাসনামল ও ভবিষ্যৎ করণীয় নিয়ে কথা বলেন।

ড. ইউনূস বলেন, “শেখ হাসিনা দেশের অপূরণীয় ক্ষতি করে গেছেন। যদিও কোনো ভবন ধ্বংস হয়নি, কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নীতি, জনমানুষের জীবন ও আন্তর্জাতিক সম্পর্ক পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।”

গত বছরের ৫ আগস্ট শিক্ষার্থী ও জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন, যেখানে তিনি এখনো অবস্থান করছেন। সরকার পতনের তিন দিন পর, ৮ আগস্ট, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূস দাবি করেন, শেখ হাসিনার শাসনকাল ছিল ‘দস্যুদের একটি পরিবারের শাসন।’ তার মতে, সরকারের নির্দেশেই বিরোধীদের নিখোঁজ করা হতো, নির্বাচনে কারচুপি করা হতো এবং ক্ষমতাসীনদের ইচ্ছামতো টাকার লেনদেন হতো।

তিনি বলেন, “ব্যাংক থেকে এক মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করা হতো, যা কখনোই ফেরত দিতে হতো না। বিরোধিতা করলেই তাকে উধাও করে দেওয়া হতো। এটা কোনো সরকার ছিল না, ছিল ব্যক্তিগত স্বার্থের বাহন।”

ভারতে শেখ হাসিনার আশ্রয় নেওয়ার বিষয়ে ড. ইউনূস সতর্কবার্তা দিয়ে বলেন, “ভারত তাকে আতিথ্য দিলে তা মেনে নেওয়া যাবে। কিন্তু বাংলাদেশে ফেরার জন্য ভারতকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে দেওয়া বিপজ্জনক হবে।”

তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে ছাত্র ও সাধারণ মানুষের বিদ্রোহই তার পতনের মূল কারণ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সরকারবিরোধী আন্দোলনে এক হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত হন, যা দেশের রাজনৈতিক ইতিহাসে ভয়াবহ ঘটনা।

নতুন সরকারের লক্ষ্য সম্পর্কে ড. ইউনূস বলেন, “আমরা দেশে সুশাসন, গণতন্ত্র ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে চাই। জনগণের আস্থা ফিরিয়ে আনাই এখন প্রধান চ্যালেঞ্জ।”

সর্বশেষ খবর