Homeজেলাফুলবাড়ীতে পুলিশের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ

ফুলবাড়ীতে পুলিশের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের চৌকস টিম মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৮ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করেছে।

মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) ভোর আনুমানিক ৪:৪০ মিনিটের সময় ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় পুলিশের একটি চেকপোস্ট পরিচালনার সময় এ ঘটনা ঘটে। চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা একটি পিকআপকে থামার সংকেত দিলে সেটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে চালক পিকআপটি রাস্তার ধারে গাছের আড়ালে রেখে পালিয়ে যায়।

পুলিশ তল্লাশি চালিয়ে উক্ত পিকআপ থেকে ৫৮ কেজি গাঁজা উদ্ধার করে এবং যানবাহনটি জব্দ করে থানায় নিয়ে আসে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি (ডিবি) মো. মোজাফফর হোসেন জানান, “ফুলবাড়ী থানা এলাকায় বিপুল পরিমাণ গাঁজাসহ পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক পিকআপ চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যাহত থাকবে।”

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক কারবারিদের আইনের আওতায় আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন।

সর্বশেষ খবর