Homeজেলাভোলার শশীভূষণে বিদ্যূৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

ভোলার শশীভূষণে বিদ্যূৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শরীফ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন খামারের পাড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শরীফ ওই এলাকার মো. ফারুকের ছেলে এবং তিনি মোটরচালিত একটি পরিবহন চালাতেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শরীফ সকালে বিদ্যুৎচালিত মোটর সংযোগ দিয়ে তার গাড়ি পরিষ্কার করছিলেন। এ সময় তারে লিকেজ থাকায় গাড়িটি বিদ্যুতায়িত হয়ে যায়। অসাবধানতাবশত শরীফ এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় পরিবার কোনো অভিযোগ না করায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সর্বশেষ খবর