Homeরাজধানীধর্ষণবিরোধী বিক্ষোভে পুলিশের বাধা, লাঠিচার্জে আহত

ধর্ষণবিরোধী বিক্ষোভে পুলিশের বাধা, লাঠিচার্জে আহত

রাজধানীতে ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে আয়োজিত গণপদযাত্রায় পুলিশের বাধা ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন।

‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এই গণপদযাত্রার আয়োজন করা হয়। সংগঠনের নেতাকর্মীরা নয় দফা দাবি ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সংগঠক আদৃতা রায় অভিযোগ করেন, “আমাদের মিছিলে নারীরা সামনের সারিতে ছিলেন। কিন্তু পুলিশ তাদের ওপরই হামলা চালিয়েছে। লাঠিচার্জ করে মাটিতে ফেলে লাথি মারা হয়েছে। আমরা কোনো অবস্থাতেই এই দমননীতি মেনে নেব না।”

তিনি আরও বলেন, “আমাদের ৯ দফা দাবির অন্যতম ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি, উল্টো আমাদের ওপর নির্যাতন চালিয়েছে। আমাদের সামনে এখন একমাত্র পথ গণআন্দোলন গড়ে তোলা।”

এই ঘটনার পর আন্দোলনকারীরা শাহবাগের দিকে সরে যান এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। বক্তারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দমনপীড়ন চালিয়ে আন্দোলন দমানো যাবে না। তারা দ্রুত স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ধর্ষণ-নিপীড়ন দমনে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সর্বশেষ খবর