কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইফতার বিতরণ ও সাংবাদিকদের সাথে ইফতারের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার একাংশ।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি ক্যাফেটেরিয়াতে ছাত্রদল ইবি শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজের নেতৃত্বে তার অনুসারীদের নিয়ে এ আয়োজন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আনোয়ার পারভেজ বলেন, সাংবাদিকরা স্বচ্ছ থাকলে একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব হবে। যদি সাংবাদিকরা তাদের কলমের মাধ্যমে সত্যকে তুলে ধরে তাহলে দেশ ও সমাজ সুন্দর হবে। আমি বিশ্বস করি পৃথিবীর বুকে সাংবাদিকতাই একমাত্র পেশা যার মাধ্যমে সবারই ভুল সংশোধন করা যায়। সে যত ক্ষমতাবানই হোক না কেন। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, যতো বড় ক্ষমতাবানই হোক না কেন, আপনারা তার যৌক্তিক সমালোচনা করবেন এবং ভুলগুলো ধরিয়ে দিবেন। আপনারা এটা করলেই একটি বৈষম্যহীন সুন্দর ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব।