চাঁদপুরের ফরিদগঞ্জে চাঁদাবাজি, হত্যার হুমকি ও পুলিশের ওপর হামলার অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) রাতে ফরিদগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত শাওন কাবী রিজা ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ১১ মার্চ ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে ব্যবসায়ী নূর আলমের প্রাইভেট কার আটকিয়ে চাঁদাবাজির চেষ্টা করেন শাওন কাবী রিজা। এ সময় তিনি গাড়ির মালিককে হত্যার হুমকি দেন। বিষয়টি জানার পর ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কাবী নিজেকে ছাত্রদল সভাপতি পরিচয় দিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়ান এবং ওসিকে সেখানে ডাকার দাবি জানান। একপর্যায়ে প্রকাশ্যে অশালীন ভাষায় গালিগালাজ করেন তিনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফরিদগঞ্জ থানার প্রায় ৩০ জন পুলিশ সদস্য তাকে আটক করে। থানায় নিয়ে আসার সময় পুলিশের গাড়ি থেকে নামার পর এক কনস্টেবলকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন কাবী, এতে তার হাত ভেঙে যায় বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
এ ঘটনায় ফরিদগঞ্জ থানার কনস্টেবল ও ব্যবসায়ী নূর আলম পৃথক দুটি মামলা দায়ের করেন। থানার ওসি শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “চাঁদাবাজি, হত্যার হুমকি এবং কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে দুইটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, শাওন কাবী রিজার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল। পুলিশ এ ঘটনায় আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।