Homeজেলাকালুখালীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

কালুখালীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

রাজবাড়ীর কালুখালীতে সেনাবাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত (আনুমানিক) ১টা থেকে ৩টা পর্যন্ত প্রায় ২ ঘন্টা অভিযান চালিয়ে উপজেলার রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া গ্ৰাম মো. আসাদুজ্জামানের বসত বাড়ির পেছনের পরিত্যক্ত আম বাগান থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

জানা গেছে, রাজবাড়ী সদর অস্থায়ী সেনা ক্যাম্পের গোয়েন্দা গোপন তথ্যের ভিত্তিতে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া গ্ৰামে রাজবাড়ী সদর আর্মি ক্যাম্প কমান্ডার বিএ-৮৪১৫, মেজর মো. আবিদ হাসানের (৮ ফিল্ড রেজিঃ আর্টিঃ) নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এ সময় তোফাদিয়া গ্ৰামের মৃত শহীদ মোল্লার ছেলে মো. আসাদুজ্জামান (৩৫) এর বসত বাড়ির ১০০ মিটার দূরে আম বাগান থেকে একটি দেশীয় তৈরি ওয়ানশুটার গান ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

অস্ত্র উদ্ধার শেষে সন্দেহ কৃত ব্যক্তির বাড়ি তল্লাশি করে কোন কিছু না পাওয়ায় কাউকে আটক করা হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ উদ্ধার শেষে আইনি কার্যক্রমের জন্য কালুখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানান, এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে‌।

সর্বশেষ খবর