দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে নওগাঁর রাণীনগরে প্রতিবাদ র্যালি ও মানববন্ধন করা হয়েছে। বুধবার সকালে আস্থা উপজেলা যুব ফোরামের আয়োজনে সদরের বটতলী মোড়ে এ প্রতিবাদ র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
র্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ র্যালি শেষে বটতলীতে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন ব্যক্তিরা অংশ গ্রহণ করে।
আস্থা উপজেলা যুব ফোরামের উপদেষ্টা প্রভাষক মতিউর রহমান স্বপনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আস্থা উপজেলা যুব ফোরামের সভাপতি মো. মনোয়ার হোসেন, আস্থার সিনিয়র ফিল্ড অফিসার আব্দুল মুন্নাফ, আস্থার নারী সদস্য নুপুর, শিক্ষার্থী এসকে নাঈম, শিক্ষার্থী মোছা. হাবিবা প্রমুখ।
এ সময় বক্তরা সারাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদসহ ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।