Homeজাতীয়ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিতে আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে সরকার

ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিতে আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে সরকার

দেশে ধর্ষণ মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, “খসড়া প্রস্তুত প্রায় শেষ পর্যায়ে। দু-এক দিনের মধ্যে এটি চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।”

বুধবার (১২ মার্চ) সচিবালয়ে ধর্ষণবিরোধী মঞ্চের নেত্রীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। বৈঠকে ধর্ষণবিরোধী মঞ্চের নেত্রীরা ধর্ষণের বিচার দ্রুত ও কার্যকর করার জন্য পাঁচ দফা দাবি উত্থাপন করেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন, “ধর্ষণের বিচার শুধু দ্রুত না, তা যাতে নিশ্চিত হয় এবং যথাযথ হয়, সেটাই আমাদের লক্ষ্য। সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া আমরা স্টেকহোল্ডারদের কাছে সার্কুলেট করছি এবং যত দ্রুত সম্ভব এটি কার্যকর করার চেষ্টা করা হচ্ছে।”

ধর্ষণবিরোধী মঞ্চের পাঁচ দফা দাবি:

১. ধর্ষণের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিয়ে ১ মাসের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে।

২. প্রত্যেক ধর্ষণ মামলায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

৩. নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র, আইন এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

৪. শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে ‘নারী ও শিশু নিপীড়নবিরোধী সেল’ গঠন করতে হবে এবং তার কার্যকারিতা নিশ্চিত করতে হবে।

৫. সাইবার বুলিংসহ যৌন নিপীড়নের স্পষ্ট সংজ্ঞা আইনে সংযুক্ত করে শাস্তি কঠোর করতে হবে।

ধর্ষণবিরোধী মঞ্চের নেত্রীরা বলেন, “সরকার যদি দ্রুত এই পাঁচটি দাবির বাস্তবায়ন নিশ্চিত করে, তাহলে দেশে ধর্ষণের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে আসবে।”

এদিকে, মাগুরার আলোচিত ধর্ষণ মামলার দ্রুত বিচার ও আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধর্ষণবিরোধী মঞ্চের নেত্রীরা বিচারের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন বলেও জানিয়েছেন।

সর্বশেষ খবর