Homeশিক্ষা-শিক্ষাঙ্গনইবি'র নতুন পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুর রউফ

ইবি’র নতুন পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুর রউফ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ।

বুধবার (১২ মার্চ) ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের ‘অফিস আদেশ‘ নোটিশের মাধ্যমে এতথ্য নিশ্চিত করে। পরিবহন প্রশাসক হিসেবে নিযুক্ত অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, আল-কুরান অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ও প্রো-ভাইস চ্যান্সেলর উক্ত পদ হতে অব্যাহতি চাওয়ায় তাঁকে ১২ মার্চ ২০২৫ তারিখ হতে অব্যাহতি প্রদানপূর্বক পুনরাদেশ না দেয়া পর্যন্ত অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ-কে যোগদানের তারিখ হতে পরিবহন প্রশাসক হিসেবে ভাইস- চ্যান্সেলর মহোদয় নিয়োগনান করেছেন।

এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন। উল্লেখ্য, একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে উক্ত দায়িত্ব পালনের জন্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ও প্রো-ভাইস চ্যান্সেলর-কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হলো।

সর্বশেষ খবর