Homeশিক্ষা-শিক্ষাঙ্গনশিক্ষার্থীদের সাথে অসদাচরণ: হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে উত্তপ্ত নজরুল বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের সাথে অসদাচরণ: হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে উত্তপ্ত নজরুল বিশ্ববিদ্যালয়

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

১২ মার্চ (বুধবার) সন্ধ্যায় হলের সামনে থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন এবং হল প্রভোস্টের পদত্যাগের দাবিসহ চার দফা দাবি তুলে ধরেন।

উল্লেখ্য, এ দিন (বুধবার) বিদ্রোহী হল প্রশাসনের উদ্যোগে হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য আয়োজিত ইফতার মাহফিলে ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। অভিযোগ রয়েছে, হল প্রভোস্ট ওই ব্যাচের শিক্ষার্থীদের সিট বাতিল করেছেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন।

প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম জানান, যেসব শিক্ষার্থীর চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে, তারা আর হলে থাকার যোগ্য নন। তাই তাদের সিট বাতিল করা হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবি, ফলাফল প্রকাশের আগ পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়েরই অংশ এবং তাদের এভাবে হল থেকে বের করে দেওয়া অন্যায়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, হল প্রভোস্টের কাছে ব্যাখ্যা চাইতে গেলে তিনি তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং দায়িত্বহীনতার পরিচয় দেন। ক্ষোভে ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা ইফতার বর্জনের ঘোষণা দেন, যার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরাও।

বিক্ষোভরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চারটি দাবি উত্থাপন করেন

১. শিক্ষার্থীদের প্রতি অসৌজন্যমূলক আচরণের জন্য হল প্রভোস্টকে ক্ষমা চাইতে হবে এবং তার স্থলে উপযুক্ত ও যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিতে হবে।
২. পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের পর উচ্চশিক্ষা ও কর্মজীবনের প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের অন্তত তিন মাসের সময় দিতে হবে।
৩. কেন্দ্রীয় সব আয়োজনের পাশাপাশি আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করতে হবে।
৪. হল ভাড়া ৫০ টাকার মধ্যে সীমিত রাখতে হবে এবং বিনামূল্যে ওয়াই-ফাই, নিরাপত্তা ও উন্নতমানের খাবার নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে উপাচার্য অধ্যাপক ড. ম. জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে এসে তাদের সঙ্গে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের চার দফা দাবি আগামী রবিবারের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন।
এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী, রবিবারের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন করা না হলে আন্দোলন আরও বেগবান হতে পারে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর