ছাত্র কল্যাণ সংগঠন মনপুরা’র পক্ষ থেকে সুবিধাবঞ্চিত অসহায় রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই উদ্যোগে সংগঠনের সদস্যরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ইফতার সামগ্রী সরবরাহ করেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) অনুষ্ঠিত এই ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ সংগঠন মনপুরার সংগ্রামী প্রতিষ্ঠাতা ও সভাপতি ওমর বিন নিজাম, সংগঠনের নেতৃবৃন্দ এবং অন্যান্য সদস্যরা।
ইফতার সামগ্রী বিতরণের পূর্বে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে ওমর বিন নিজাম গরীব ও অসহায় মানুষদের সাহায্য করার জন্য উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “আমরা আমাদের সংগঠন থেকে সর্বোচ্চ চেষ্টা করবো মনপুরা উপজেলার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় মানবিক সহযোগিতা পৌঁছাতে। আজকের ইফতার সামগ্রী আমাদের সদস্যদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছানো হবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আপনিও আমাদের সংগঠনের সদস্য হতে পারেন, অথবা আর্থিক সহায়তা করতে পারেন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে, আপনার দেওয়া দান সঠিক জায়গায় পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ!”
এছাড়া, তিনি আরও বলেন যে, ছাত্র কল্যাণ সংগঠন মনপুরা আগামীতে আরো অনেক মানবিক কাজের জন্য কাজ করবে এবং সমাজের জন্য কল্যাণকর কর্মকাণ্ড পরিচালনা করবে। সংগঠনটি ভবিষ্যতে আরো বৃহত্তর পরিসরে মানবিক সহায়তা ও দানে অংশগ্রহণের জন্য সবাইকে অনুপ্রাণিত করতে চায়।