মৌলভীবাজারে জুড়ীর সাগরনাল ইউনিয়নে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে ভি জি এফ এর চাল বিতরণ করা হয়েছে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়। শনিবার ( ১৫ মার্চ ) সকালে থেকে বিকাল পর্যন্ত সাগরনাল ইউনিয়নের ৯ ওয়ার্ড ভিজিএফ চাল বিতরণ করা হয় ৷
এ সময় উপস্থিত ছিলেন সাগরনাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, ইউপি সদস্য প্রদীপ যাদব, ইউপি সদস্য আকলিছ মিয়া ইউপি সদস্য মইনুল ইসলাম জুনেদ, ইউপি সদস্য মুসলিম উদ্দিন, মহিলা সদস্যগণ উপস্থিত ছিলেন আরো ও ছিলেন সাগরনাল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এরশাদ আলী যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম কামাল ৭নং ওয়াড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুছন আলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজিম উদ্দিন মিছির সাগরনাল ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ
ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন জানান প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে ভি জি এফ এর চাল ১০ কেজি করে ১ হাজার ২৮০ জনের মধ্যে চাল বিতরণ করা হয়।