Homeসর্বশেষ সংবাদনাগেশ্বরী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটে ফর্ম পূরণ নিয়ে উত্তেজনা: শিক্ষার্থীদের সাথে...

নাগেশ্বরী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটে ফর্ম পূরণ নিয়ে উত্তেজনা: শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডা, অফিস কক্ষে ভাঙচুর

নাগেশ্বরী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটে এইচএসসি (বিএমটি) ২০২৫ শিক্ষাবর্ষের প্রথম ও দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত প্রভাষক মো. কামরুল হাসানের বাকবিতণ্ডা ও অফিস কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

জানা গেছে, আজ ১৬ মার্চ সকাল ১১:৩০ টায় কয়েকজন শিক্ষার্থী ফর্ম পূরণের জন্য নির্ধারিত ফি দিতে অস্বীকার করেন এবং প্রভাষকের সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা অফিসের টেবিলের কাগজপত্র ছুড়ে ফেলে দেন এবং চেয়ার উল্টে দেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. সমীর আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। কেউ এখনো কোনো অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

সর্বশেষ খবর