ইসরাইলি সরকারের হামলায় ৪০০ জনেরও বেশি নিরীহ বেসামরিকের হত্যা প্রমাণ করে তাদের কাছে মনষ্যত্বের কোনো মূল্য নেই। এমন মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। বুধবার (১৯ মার্চ) এই মন্তব্য করেন প্রিয়াংকা।
বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের বর্বর হত্যাকাণ্ডকে ‘ঠান্ডা মাথার খুন’ উল্লেখ করে প্রিয়াংকা আরও বলেন, অপরাধমূলক কাজ করে তারা নিজেদেরকে ‘কাপুরুষ’ হিসেবে প্রকাশ করছে।
সামাজিকমাধ্যম এক্সে একটি পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘ইসরাইলি সরকারের ১৩০টি শিশুসহ ৪০০ জনেরও বেশি নিরীহ বেসামরিক নাগরিকের ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড দেখায় যে, মানবতা তাদের কাছে কোনো মূল্য রাখে না। তাদের কর্মকাণ্ড তাদের দুর্বলতা এবং অক্ষমতাকে প্রতিফলিত করে।’
কংগ্রেসের সাধারণ সম্পাদক আরও বলেন, পশ্চিমা শক্তিগুলো একে স্বীকৃতি দিক বা না দিক, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ‘গণহত্যা’ তারা স্বীকার করুক বা না করুক, বিশ্বের সকল নাগরিক যাদের বিবেক আছে, তারা এটি দেখতে পাবেন। এমনকি এদের মধ্যে অনেক ইসরাইলিও আছে যারা এর বিরোধিতা করছেন।
মঙ্গলবার ইসরাইলের তীব্র হামলায় ৪০০ জনেরও বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হওয়ার পর এই মন্তব্য করলেন প্রিয়াংকা।
ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, হামাস যুদ্ধবিরতি বাড়ানো নিয়ে আলোচনা করতে রাজি না হওয়ায় তারা ‘বিস্তুত’ হামলা শুরু করেছে।
এদিকে, ইসরাইলের বিরুদ্ধে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি চুক্তি লংঘনের অভিযোগ করেছে হামাস।
এদিকে, ফিলিস্তিনি জনগণের সাহসিকতার প্রশংসা করে প্রিয়াংকা বলেন, ‘তারা অকল্পনীয় দুর্ভোগ সহ্য করছে তবুও তারা দৃঢ় ও অটল আছে।
এর আগে ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন জানিয়ে শীতকালীন অধিবেশন চলাকালীন প্রিয়াঙ্কা গান্ধী সংসদে একটি ব্যাগ বহন করেছিলেন যাতে ‘ফিলিস্তিন’ লেখা ছিল।