Homeশীর্ষ সংবাদপ্রধান উপদেষ্টার চীন সফরে ব্যবসার পরিধি বাড়বে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার চীন সফরে ব্যবসার পরিধি বাড়বে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরে ব্যাপক পরিমাণ ব্যবসার পরিধি বাড়বে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

শফিকুল আলম বলেন, ‘এটি ঐতিহাসিক সফর হবে। চীন বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে চায়। এই সফরে চীনে ব্যাপক পরিমাণ ব্যবসার পরিধি বাড়বে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ চায় স্বাস্থ্যখাতে চীন বিনিয়োগ করুক। এজন্য প্রধান উপদেষ্টা তার সফরে গুরুত্ব দেবেন। চীনের হেলথকেয়ার প্রতিষ্ঠানগুলোকে দেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগের আমন্ত্রণ জানানো হয়েছে।’

চীন বাংলাদেশে হাসপাতাল নির্মাণ করতে চায় জানিয়ে প্রেস সচিব বলেন, ‘এরইমধ্যে কুনমিংয়ে চারটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য স্পেশালি ডেডিকেটেড করেছে দেশটির সসরকার।’

সংবাদ সম্মেলনে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদের বৈঠকে পাস হয়েছে বলেও জানান শফিকুল আলম। তিনি বলেন, ‘আইনে বলাৎকার ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ব্যাপারে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।’

সর্বশেষ খবর