Homeজেলাদুই শিশুকে ধর্ষণের চেষ্টার পৃথক ঘটনায় থানায় মামলায় ২জন গ্রেফতার

দুই শিশুকে ধর্ষণের চেষ্টার পৃথক ঘটনায় থানায় মামলায় ২জন গ্রেফতার

লক্ষ্মীপুরে রায়পুরের চরমোহনা ও সদরের চরউভূতি ও এলাকায় দুই শিশুকে ধর্ষণের চেষ্টার পৃথক ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

নির্যাতিত দুই শিশুর প্রত্যেকের বয়স ৬ বছর। বুধবার (১৯ মার্চ) রাতে নির্যাতিত ওই দুই শিশুর মা রায়পুর ও সদর থানায় পৃথকভাবে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্ত মনির ও রিপন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ভোররাতে সদর উপজেলার চকবাজার থেকে রিপন ও রায়পুর উপজেলার চরমোহনা এলাকায় থেকে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী দুই শিশুর স্বজনরা জানায়, গত ১৮ মার্চ বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জের চরভূতি এলাকায় ৬ বছরের শিশুকে চকোলেটের প্রলোভন দিয়ে ধর্ষণের চেষ্টা করে রিপন হোসেন। অপরদিকে রায়পুর উপজেলার চরমোহনা এলাকায় অপর শিশুকে একই কায়দা ডেকে নিয়ে সুপারিবাগানে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত মনির হোসেন। বিষয়টি জানাজানির পর স্থানীয়ভাবে একটি প্রভাবশালী চক্র দুইটি ঘটনেই মীমাংসার নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পুলিশের সহযোগিতায় নির্যাতিত দুই শিশুর পরিবার থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়।

লক্ষ্মীপুর সদর ও রায়পুর থানার ওসি মো. আবদুল মোন্নাফ ও নিজাম উদ্দিন ভূইয়া পৃথকভাবে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর