আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শুক্রবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে ফজরের নামাজের পর থেকেই অবস্থান কর্মসূচি শুরু করেন তারা, যা প্রতিবেদন লেখা পর্যন্ত চলমান রয়েছে।
জানা যায়, হাসনাত আবদুল্লাহ’র রহস্যজনক ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে ষড়যন্ত্রের আভাস পেয়ে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ ইবি শাখার আহ্বানে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করছেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সংগঠনের ইবি শাখার সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ড্যামি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এরপর জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে বহু শিক্ষার্থীকে হত্যা করা হয়। এরপর টপ ওয়ারেন্টেড ২০০ আসামি ক্যান্টনমেন্টের সহায়তায় পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু সাম্প্রতিক কিছু তথ্য অনুযায়ী, সেনাবাহিনীর একটি পক্ষ আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে বলে আমাদের ধারণা হচ্ছে। আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানাচ্ছি।”
সংগঠনের সমন্বয়ক এস এম সুইট বলেন, “জুলাই অভ্যুত্থানে পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার যে গণহত্যা চালিয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা আশা করেছিলাম আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিষিদ্ধ করা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, একটি বিশেষ গোষ্ঠী ও দেশি-বিদেশি চক্র আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা মনে করি, গণহত্যার দায়ে অভিযুক্ত কোনো দল তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে না। আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক।”
তিনি আরও বলেন, “আমাদের দায়িত্ববোধ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও এটি অব্যাহত থাকবে।”