Homeজেলাঝিনাইদহে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা, অভিযুক্তরা পলাতক

ঝিনাইদহে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা, অভিযুক্তরা পলাতক

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে উপজেলার সামন্তা গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের একটি গাছের মালিকানা নিয়ে বিএনপি কর্মী জাফর আলীর সঙ্গে স্থানীয় জামায়াত কর্মী আব্বাস মাস্টারের দীর্ঘদিনের বিরোধ ছিল। বিরোধ নিষ্পত্তির জন্য বৃহস্পতিবার রাতে জাফর আলীকে ডেকে নেওয়া হয়। সেখানে কথা-কাটাকাটির এক পর্যায়ে আব্বাস মাস্টারের সমর্থকরা জাফর আলীকে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, “এখনও কোনো মামলা হয়নি, তবে আসামিদের আটকের জন্য অভিযান চলছে। নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এ হত্যাকাণ্ডে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর