লক্ষ্মীপুরে টিসিবির ট্রাক সেলের পণ্য অবৈধভাবে বিক্রির সময় ৪০০টি ডিও কার্ডের মধ্যে ১৮৪টি কার্ডের খাদ্যপণ্য পাচারের অভিযোগে পরিবেশক রাশমুন ট্রেডার্সের স্বত্বাধিকারী এমরান হোসেনের লাইসেন্স বাতিল করা হয়েছে। পাশাপাশি তাকে ৮৮ হাজার ৪৪ টাকা জরিমানা করা হয়।
বুধবার বিকেলে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) পণ্যবাহী একটি পিকআপ ও অটোরিকশা জব্দ করে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাস অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় পণ্যের গুণগতমান তদারকির দায়িত্বে থাকা ইকবাল মাহমুদকে ক্লোজড করার জন্য টিসিবিকে চিঠি দেওয়া হয়েছে।
অন্যদিকে, রায়পুরে টিসিবির পণ্য বিতরণে স্মার্ট কার্ড সংক্রান্ত জটিলতায় অন্তত ৩০০ জন নারী-পুরুষ খালি হাতে ফিরতে বাধ্য হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদে পণ্য বিতরণের সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির ১০১৭টি স্মার্ট কার্ডধারী পরিবারের জন্য পণ্য বরাদ্দ থাকলেও, অনেকেই কার্ড ছাড়া লাইনে দাঁড়িয়ে ছিলেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও তারা পণ্য না পাওয়ায় হট্টগোলের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
টিসিবির পরিবেশক মেসার্স দারোগা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. নাছির জানান, তারা আগেই জানিয়েছিলেন, শুধুমাত্র স্মার্ট কার্ডধারীদের জন্যই পণ্য বরাদ্দ রয়েছে। তবুও অনেকে ভুলবশত এনআইডি কার্ড নিয়ে এসেছিলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে টিসিবি মালামালসহ পিকআপ ও অটোরিকশা জব্দ করা হয়। এ ঘটনায় পরিবেশককে ডিও কার্ড অনুযায়ী জরিমানা ও তার লাইসেন্স বাতিল করা হয়। গুণগতমান নির্ণয়ে দায়িত্বপ্রাপ্ত ইকবাল মাহমুদকে ক্লোজড করতে টিসিবিকে চিঠি দেওয়া হয়েছে।